Featured Posts
ফাংশন কি (F1-F12) সমূহের ব্যবহারবিধি
F1 : সাহায্যকারী কি হিসেবেই ব্যবহূত হয়। যখন F1 কি চাপা হয় তখন প্রত্যেক প্রোগ্রামেরই হেল্প পেইজ চলে আসে। F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডার পুনরায় নামকরণের (Rename) জন্য ব্যবহূত হয় । Alt+Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ডকুমেন্ট খোলা হয়। Ctrl+F2 চেপে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিন্ট প্রিভিউ দেখা হয়।
যেভাবে রেজিষ্ট্রি এডিট করে কম্পিইটারের নাম পালটানো যায়
সবাইকে আগামী প্রজন্ম ব্লগে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটা মাইক্রো টিউন নিয়ে,আশা করি ভাল লাগবে।অনেক সময় দেখা যায় win xp(উইন এক্সপি) ইনষ্টল করার সময় ভুল ইনফরমেশন দ্ধারা রেজিষ্টারড হয়।যখন আপনার কম্পিউটারে অন্য একজনের নাম দেখবেন তখন নিশ্চই ভাল লাগবেনা,তাই কিভাবে রেজিষ্ট্রি এডিট করে কম্পিইটারের নাম পালটানো যায় সেটা আমরা এই টিউনের মাধ্যমে শিখব।
বাংলাদেশের আকাশে ভারতীয় গোয়েন্দা সংস্হা "র" (RAW) -এর কালো ছায়া, আমরা কি সচেতন? কতটুকু সচেতন?
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশ অভ্যূথানের চেষ্টা করছে বলে আমরা সেনাসদরের একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেনেছি। যদিও গত ডিসেম্বর মাসের শেষের দিকে ফেসবুকের কল্যানে আমরা বিভিন্ন নোটের মাধ্যমে এর কিছুটা জানতে পেরেছিলাম। মেজর জিয়াউল হকের একটি ই-মেইল তার একজন ঘনিষ্ট মানুষ ফেসবুক সহ বিভিন্ন জায়গায় পোস্ট করেছিলেন, সে সুবাধেই আমরা সেনাবাহিনীর বিভেদ সম্বন্ধে কিছুটা ধারণা পেয়েছিলাম। যদিও তার সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব ছিল না
মাউস ছাড়াই খুব সহজেই অপারেটিং করুন আপনার কম্পিউটার
মাঝে মাঝে এমন হয় যে, ল্যাপটপ কিংবা ডেস্কটপ এর মাউসটি আর কাজ করছে না। তখন প্রয়োজন হয় অতিরিক্ত একটা মাউস এর। কিন্ত হাতের কাছে মাউস না থাকলে কম্পিউটারের কাজ কি বন্ধ থাকবে? এ কেমন কথা মাউস ছাড়া কম্পিউটার অচল। কিন্তু মাউস ছাড়াও আপনি কম্পিউটার অপারেটিং করতে পারেন। আমি এমন ছোট্ট একটি কৌশলের কথাই এখন লিখছি।
মজার কৌতুক, আশা করি সাময়িক মজা পাবেন :১৮+
১২ (বার) বছর বয়সের এক ছেলেকে ধর্ষণ মামলায় কোর্টে দাঁড় করানো হয়েছে তার পক্ষের মহিলা উকিল তার লিঙ্গ ধরে জজকে দেখিয়ে বলল, "Your Honor" দেখুন । এই ছেলে কি কিছুতেই ধর্ষণ করতে পারে? ছেলেটি নিচু স্বরে উকিলকে বলল