Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

মজার কৌতুক, আশা করি সাময়িক মজা পাবেন :১৮+

১২ (বার) বছর বয়সের এক ছেলেকে ধর্ষণ মামলায় কোর্টে দাঁড় করানো হয়েছে
তার পক্ষের মহিলা উকিল তার লিঙ্গ ধরে জজকে দেখিয়ে বলল,
"Your Honor" 
দেখুন এই ছেলে কি কিছুতেই ধর্ষণ করতে পারে?
ছেলেটি নিচু স্বরে উকিলকে বলল,

আর বেশি ঝাঁকাইয়েন না, ম্যাডাম। কেস হেরে যাইবেন।

***গ্রামের একটি পুকুরে নির্জনে একটি যুবতী মেয়ে স্নান করে মাত্র উঠেছে।
সারা শরীর ভেজা শাড়ীতে লেপ্টে আছে।
পরিপুষ্ট স্তনের আদলটা পুরোটাই দেখা যাচ্ছে।
এমন সময় ওখান দিয়ে একটি পাজি ছেলে যাচ্ছিল।
হঠা মেয়েটিকে দেখে অর দুষ্ট প্রবৃত্তি জেগে উঠলো|
সে বলল দুটো কি রে ?
মেয়েটি ছেলেটিকে চিনতো তাই রেগে বললতোর বাবা মায়ের কবর।
ছেলেটিকাছে আয় একটু জিয়ারত করে দেই।
মেয়েটিদুর থেকেই আমিন আমিন কর।

***একটি গাভির সামনে দিয়ে একটি বিড়াল হেটে যাচ্ছিল।
গাভি - ইস! যেই না পুচকে ছোড়া, আবার গোফ রেখেছে, শরম করে না?
বিড়াল - এতো বড় ধাড়ী মেয়ে, ব্রেসিয়ার পরে না, শরম করে না?   

***এক বাচ্চা এসে দোকানদারকে বলছেঃ আচ্ছা আপনার দোকানে কি রঙ ফরসা করার ক্রিম আছে ?
দোকানদারঃ হ্যাঁ আছে তো!!!
তাইলে ব্যাবহার করস না কেন শালা, প্রতিদিন তোরে দেইখা ভয় করে।