Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

যেভাবে রেজিষ্ট্রি এডিট করে কম্পিইটারের নাম পালটানো যায়???


সবাইকে আগামী প্রজন্ম ব্লগে স্বাগতম।আশা করি সবাই ভাল আছেন।আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটা মাইক্রো টিউন নিয়ে,আশা করি ভাল লাগবে।অনেক সময় দেখা যায় win xp(উইন এক্সপি) ইনষ্টল করার সময় ভুল ইনফরমেশন দ্ধারা রেজিষ্টারড হয়।যখন আপনার কম্পিউটারে অন্য একজনের নাম দেখবেন তখন নিশ্চই ভাল লাগবেনা,তাই কিভাবে রেজিষ্ট্রি এডিট করে কম্পিইটারের নাম পালটানো যায় সেটা আমরা এই টিউনের মাধ্যমে শিখব
বিবরন:
win key+R অথবা মাউসের সাহায্যে রান অপশনটি খুজে বের করুন,start>run গিয়ে টাইপ করুন regedit লিখে

এন্টার বাটনে প্রেস করুন নতুন একটা স্ক্রীন আসবে সেখান থেকে নিম্নের লেখাগুলো অনুসরন করুন
HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Microsoft>Windows NT>CurrentVersion এবং CurrentVersion পর্যন্ত গিয়ে ডান পাশ থেকে খুজে বের করুন RegisteredOwner,এই লেখাটার উপর ডাব্ল ক্লিক করে দেখুন সেই অনাকাংখিত নাম।পরিবর্তন করে আপনার নামটি টাইপ করে OK করে বেরিয়ে আসুন।এবার আপনার কম্পিউটারটি রিস্টার্ট করে দেখুন কি হয়েছে??