Social Icons

twitterfacebookgoogle pluslinkedinrss feedemail

Pages

কতগুলো নীতি বাক্য; আশা করি উপকৃত হইবেন।

মানুষের জীবনে এমন অনেক সময় আসে, যখন তার অন্য কারও কাছ থেকে পরামর্শ নেওয়া দুরুহ হয়ে পড়ে। তখন সে নিজকে বড্ড একা মনে করে। সেই কঠিন মুর্হুতে সে খুজতে থাকে, বেঁচে থাকার মত কিছু বাণী। সেই কঠিন মুহূর্তে যদি এই বাণী গুলো আপনাকে কিছু পাথেয় দেয়। তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে।

*** মানুষের সার্বভৌমত্ব হচ্ছে- মানুষ হতে কোন ঈশ্বরের প্রয়োজন হয় না;
আর ঈশ্বরের অসহায়ত্ব হলো- 

মানুষ না থাকলে যার কোন অস্তিত্বই থাকে না।


*** শাসিতের কোন দায়বদ্ধতা থাকে না, দায়বদ্ধতা থাকে বিশ্বস্তের।
অথচ মানুষের গুপ্ত বাসনা কেবল শাসক হওয়ার,
বন্ধু হতে নয়।


*** অহঙ্কার মূর্খের সম্বল, বিনয় জ্ঞানীর অলঙ্কার;
তাই মূর্খরাই বরাবর জ্ঞানীকে অপমান করে জানান দেয়
সে মূর্খ।


*** কষ্ট হচ্ছে নুনের মতো;
কষ্টের নুন না থাকলে সকল আনন্দই আসলে পানসে।




*** একশটা বই পড়ার চেয়ে একটা বই বুঝা অনেক গুরুত্বপূর্ণ।
মলাটবদ্ধ অক্ষর-সমষ্টিমাত্রই বই নয়।
বই হচ্ছে সেই বৈধ প্রতারক,
যা মানুষের বর্তমান মুহূর্তকে অস্বীকার করে।


*** মানুষ হলো এক আজব বিজ্ঞাপন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রভাবশালী
এবং একইসাথে অত্যন্ত আকর্ষণীয় ও বিরক্তিকর।
ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন এটা কাহিনী;
সত্য হলো, মানুষই ঈশ্বরের স্রষ্টা।


*** না-জানার মধ্যে মূর্খতা নেই, জানার চেষ্টা না-করাটাই মূর্খতা;
আর মূর্খতার পরিচায়ক হচ্ছে গোঁয়ার্তুমি।








*** যে রোগে কেবল রোগীই টের পায় না কিছু, ভোগে অন্যরা,
তা হলো পাগলামী।


*** কাউকে চিনতে হলে, তাকে বিপজ্জনকভাবে রাগিয়ে দাও ;
জিহ্বায় তার যেটুকু পোশাক অবশিষ্ট থাকবে, সেটুকুই সভ্য সে।


আজ এ পর্যন্ত। (চলবে)